1. admin@dainik-duronto.com : duronto :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ইউএনও অবিরাম পথচলা। মাধবপুরে সেনাবাহিনীর হাতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আটক। রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব হার্ট সেন্টার উদ্বোধন। ডোমারে গ্রাম ভিত্তিক নিরস্ত্র ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের বাছাই পর্ব অনুষ্ঠিত। সলঙ্গায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে দুদকের অভিযান। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা – শীর্ষক জেলা কর্মশালা-২০২৫। চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে। গাজীপুরে আ. লীগ নেতা মোজাম্মেল গ্রেফতার। এনডিপির উদ্দ্যোগে রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মাধবপুরে ইউএনও অবিরাম পথচলা।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৫ বার পাঠ করা হয়েছে

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি।

গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর দেশে উপজেলা পরিষদ,পৌরসভা ও সিটি করপোরেশন বিলুপ্ত করে দেয় সরকার। এরপর উপজেলা নিঁর্বাহী অফিসারদের উপজেলা ও পৌরসভার দায়িত্ব দেওয়া হয়। মাধবপুরে এ দায়িত্ব পান উপজেলা নিঁর্বাহী অফিসার জাহিদ বিন কাসেম।

তিনি দায়িত্ব গ্রহনের পর ১১ টি ইউনিয়ন ও পৌরসভা এবং বর্তমান ইন্টিরিম গভর্নমেন্টের সকল প্রশাসনিক আদেশ সকল বাধাবিপত্তি উপেক্ষা করে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কাজ এডিপি, কাবিখা, কাবিটা,সহ সকল কাজ যাতে শতভাগ শততার সাথে নিষ্পত্তি হয় তিনি মাঠে ঘুরে ঘুরে তদারকি করছেন। সরকারি জায়গা নদী, ছড়া থেকে বালু মাটি কেউ চুরি করে নিতে না পারে সেজন্য প্রশাসনিকভাব তাদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছে। সীমান্তে মাদক নিয়ন্ত্রণ করতে বিজিবিকে নিয়ে প্রতিমাসে চোরাচালান প্রতিরোধ সভা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে বাজার মনিটরিং করা হচ্ছে।মাধবপুর বাজার সহ সারা উপজেলা জুড়ে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে নিয়ে আইনশৃঙ্খলা সভা হচ্ছে। এতে মাধবপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। বর্তমান সরকার তাৎক্ষনিক সকল কাজ প্রতিপালনে ইউএনও কাজ করে যাচ্ছেন।আগে পৌরসভার ময়লা কলেজের সামনে এবং,সোনাই নদীতে ফেলা হত। ইউএনওর প্রচেষ্টায় পৌরসভার ডাম্পিং স্টেশন প্রস্তুত করে আজ হতে সেখানে পৌরসভার ময়লা আবর্জনা ফেলা শুরু করা হয়েছে। সম্মানিত পৌরবাসীর প্রতি অনুরোধ যেন তারা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলেন। যাতে করে পৌরসভার লোকজন সহজেই ময়লা আবর্জনা সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে ময়লা নিয়ে যেতে পারে।

এছাড়াও সোনাই নদীর পাড়ের আবর্জনা পরিষ্কার করে নদীর পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে এবং বিশ্রামের জন্য বেঞ্চ এবং স্থায়ীভাবে বাধ নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও বাজেট পাবার পরপরই কাজ শুরু করা হবে। সাধারণ মানুষ এতে ইউএনওর প্রশংসা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি