ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় ব্র্যাক কর্তৃক শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌর ভবনের সম্মেলন কক্ষে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর অন্তর্গত “বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি লেড অ্যাডাপটেশন (এলএলএ)” প্রকল্প, শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রনয়নে কর্মশালা আয়োজন করা হয়েছে।
কর্মশালায় বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বোরহানউদ্দিন পৌর প্রশাসক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পের উপদেষ্টা সহ বিভিন্ন এনজিওর কর্মীরা। এছাড়াও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রজেক্ট কো অরডিনেটর শাহরিয়ার ফারহাদ সহ প্রজেক্ট টিমের সদস্যবৃন্দ ও মোংলা পোর্ট পৌরসভার ওয়ার্ড ও কমিউনিটি পর্যায়ের বিভিন্ন স্টেকহোল্ডাররা ।এখানে উপস্থিত স্টেকহোল্ডাররা জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই শহরের অভিবাসী জনগন যে সকল অভিযোজন পদ্ধতি সচরাচর গ্রহন করে থাকেন, সেগুলো উল্ল্যেখ করে নিজেদের শহরের জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিজেরাই তৈরি করেন।
প্রজেক্ট কোঅরডিনেটর শাহরিয়ার ফারহাদ বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত ঝুকিতে আছে তা আমরা জানি, জলবায়ু জনিত কারণে কোস্টাল বাংলাদেশের অনেক মানুষ শহরমুখী হচ্ছে এটিও নতুন বিষয় নয়।কোস্টাল শহরগুলো কীভাবে এই ঝুকি মোকাবিলা করবে এবং নতুন অভিবাসী মানুষের কথা ভেবে, কেমন করে অভিযোজন পরিকল্পনা তৈরি করবে সেই প্রশ্নের উত্তর দিতেই ব্রাক এই প্রজেক্ট ডিজাইন করেছে জিসিএ এবং ব্রিটিশ সরকারের সহায়তায়।
সবচেয়ে ঝুকিপূর্ণ কমিউনিটি, সবগুলো ওয়ার্ড এবং পৌরসভার জন্য স্থানীয় মানুষজন নিজেরাই অভিযোজন পরিকল্পনা তৈরি করছে। বোরহানউদ্দিন শহরের এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারী বেসরকারী ও স্থানীয় মানুষজন সকলেই সম্পৃক্ত হবেন।
বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন স্তরের স্টেকহোল্ডার ও পৌরসভার স্থানীয় নেতৃত্বের মাধ্যমে প্রস্তুতকৃত শহরভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা, প্রকল্পের নলেজ পার্টনার ইক্যাড কর্তৃক লিটারেচার রিভিউ এর মাধ্যমে বোরহানউদ্দিন পৌরসভার শহরভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রস্তুত করবেন। পরবরতীতে আবারও পৌরসভার বিশেষ স্টেকহোল্ডারদের মাধ্যমে যাইচাইকরনের পর পৌরসভার কাছে তা হস্তান্তর করা হবে। যা বোরহানউদ্দিন পৌরসভাকে একটি জলবায়ু সহিষ্ণু অভিবাসী বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
Leave a Reply