1. admin@dainik-duronto.com : duronto :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে আ. লীগ নেতা মোজাম্মেল গ্রেফতার। এনডিপির উদ্দ্যোগে রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ভোলার জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত। ভোলায় জনসম্পৃক্তকরন, সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা। ভোলায় শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজম ওবায়েদুল্লাহ দাফন সম্পন্ন। This is the earth-shattering photo that the photographer killed himself after taking! মিঠাপুকুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় বখাটেদের হামলায়,আহত-৬। ভোলা বোরহানউদ্দিনে রাতের আঁধারে ফসলি জমি কেটে পুকুর খনন করে ভূমিদস্যু হোসেন বাগা। গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, জেলা প্রশাসক।

এনডিপির উদ্দ্যোগে রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪ বার পাঠ করা হয়েছে

মোঃ আখতার হোসেন হিরন,স্টাফ রিপোর্টার :

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমএন্ডই এর উপ-পরিচালক ও এনডিপি’র আশা প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে, এম আনোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ইলিয়াস হাসান শেখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, সভায় বিদ্যালয়ের পিটিএ সদস্য, স্লিপ কমিটির সদস্য, স্যাক কমিটির সদস্য, অভিভাবক বৃন্দ, এসএমসির সদস্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ছাত্র/ছাত্রী, ডিবেট ও ইয়ুথ ক্লাবের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ জমি দাতা ও সহকারী শিক্ষক গণ উপস্থিত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষারমান নিয়ে আলোচনা করা হয়, শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা, ছাত্র ছাত্রী উপস্থিতি নিশ্চিত করা, পরিস্কার পরিছন্নতা বিষয়ে, বিদ্যালয়ের শিক্ষারমান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা সহ বিদ্যালয়ে মাঝে মাঝে অভিভাবক গণ পরিদর্শন করা, বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী উপস্থিত হচ্ছে কিনা তার খোজ খবর নেওয়া এবং মাঝে মাঝে শিক্ষকদের সাথে বাড়ী ভিজিটে যাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলে কার্যক্রমের প্রসংশা করে বলেন উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে এনডিপি ও গণসাক্ষরতা অভিযান কর্তৃক বাস্তবায়িত আশা প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়ন হলে ছাত্র/ছাত্রীদের শিক্ষা বা বিদ্যালযের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। প্রতিটি বিদ্যালয়ে কার্যক্রমটি বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। এই ধরনের কার্যক্রম প্রতিটি ইউনিয়ন পর্যায়ে প্রতি বছর করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি