ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা চর টিটিয়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত চান মিয়া তালুকদারের ছেলে মোঃ ওবায়দুল হক।মৃত চান মিয়া তালুকদারের ৫ ছেলের মধ্যে ৩য় ছেলে ওবায়দুল হক। পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি এবং ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি।
এরমধ্যে এ জমি চাষাবাদের জন্য হোসেন বাগা নামের জনৈক চাষি চাষাবাদ করেন কয়েক বছর ধরে।
কিন্তু জমিটুকু হোসেন বাগার বাড়ি সংলগ্ন হওয়ায় লোলুপ দৃষ্টি পরে তার।
এরই মধ্যে কয়েক দফা জমি ক্রয়ের জন্য জমির মালিক ওবায়দুল হকের নিকট গেলে তিনি বিক্রি করতে রাজি না হওয়ায় গতকাল গভীর রাতে ভেকু দিয়ে ৮০ শতক জমিতে পুকুর খনন করে ফেলে হোসেন বাগা।
পরবর্তীতে স্হানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এ প্রতিবেদক কে ভুক্তভোগী ওবায়দুল হক বলেন, দেখুন এ জমি আমার বাপ-দাদার এবং আমার ক্রয়করা। দীর্ঘ বছর ধরে এ জমি আমরা ভোগদখল করে আসছি।কিন্তু হোসেন বাগার বাড়ির সাথে আমার ৮০ শতক জমি হওয়ায় হোসেন বাগা আমার কাছে অনুনয়-বিনয় করে গত কয়েক বছর ধরে চাষাবাদ করে আসছে।
এরই মধ্যে আমার এ ৮০ শতক জমির উপর লোলুপ দৃষ্টি পরে হোসেন বাগার। সে আমাকে জমি ক্রয়ের প্রস্তাব করে বিভিন্ন মাধ্যম ধরে কিন্তু আমি কোন মতেই রাজি না হওয়ায় হোসেন বাগা তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের আঁধারে ভেকু দিয়ে ফসলি জমি কেটে পুকুর খনন করে ফেলেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পরেন।
তিনি আরও জানান, বিএনপির বিভিন্ন নেতা এই ভূমিদস্যু হোসেন বাগা কে প্রশ্রয়দেয়। তাই তিনি এ এলাকার বিভিন্ন মানুষের জমি দখল করে এভাবে অত্যাচার করে আসছে।
আমি আমার জমির মাটি কাটার উপযুক্ত বিচার দাবি করে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
আপনারা তো দেখছেন থানা পুলিশ এসে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে বলে আস্বস্ত করেছে।
আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।
Leave a Reply