1. admin@dainik-duronto.com : duronto :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ইউএনও অবিরাম পথচলা। মাধবপুরে সেনাবাহিনীর হাতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আটক। রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব হার্ট সেন্টার উদ্বোধন। ডোমারে গ্রাম ভিত্তিক নিরস্ত্র ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের বাছাই পর্ব অনুষ্ঠিত। সলঙ্গায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে দুদকের অভিযান। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা – শীর্ষক জেলা কর্মশালা-২০২৫। চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে। গাজীপুরে আ. লীগ নেতা মোজাম্মেল গ্রেফতার। এনডিপির উদ্দ্যোগে রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব হার্ট সেন্টার উদ্বোধন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪ বার পাঠ করা হয়েছে

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত ‘হার্ট সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক নাজমুল আহসান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোঃ আবদুল ওয়াদুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা শরিফুল ইসলাম, রংপুর উপ- পরিচালক স্বাস্থ্য ডা ওয়াজেদ আলী, রংপুর গ্রুপের উপ ব্যবস্হাপনা পরিচালক আশরাফুল আলম আল আমীনসহ রংপুর কমিনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, উপ পরিচালক,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ  হৃদরোগ বিভাগের অধ্যাপক, ও অন্যান্য চিকিৎসকবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।

ডা.আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন,আমাদের দেশে ৫২ বছর বয়সে হার্টের রোগের স্বীকার হই।পাশের দেশগুলো ১০ বছর পর হার্ট এটাক হয়। এটার কারণ খাদ্যর ভেজাল। তাই আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতনতা বাড়াতে হবে। বর্তমানে ১৩৭তম সেন্টার উদ্বোধোন হলো। তার মধ্যে ৫৬ টা ঢাকায় বলে জানান তিনি। ভাসকুলার সেন্টার, নিউরোলজিকাল বিভাগ করার তাগিদ দেন তিনি।

রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক বলেন,রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে টেলিমেডিসিন সেবা শুরু করেছি।পাশাপাশি মা ও শিশু ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই সাথে হার্টের চিকিৎসার বিষয়ে গবেষণা সেন্টার চালু করার ও ঘোষণা দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি