শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার।
রংপুরের পীরগঞ্জে মাহমুদুল হাসান নামে এক সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই কাপড় পাঠানো হয়। সাংবাদিক মাহমুদুল হাসান মাইটিভির রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে কুরিয়ারে তার নামে একটি পার্সেল আসে। এতে দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়েছে।
কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
মাহমুদুল হাসান বলেন, পীরগঞ্জের এক ইটভাটার মালিক ও ইউপি চেয়ারম্যান এ কাজ করতে পারে। সংবাদ প্রকাশ করায় তারা এর আগেও অনেক হুমকি-ধামকি দিয়েছিল। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়েছি।
এ বিষয়ে পীরগঞ্জ থানা পুলিশের ওসি এম এ ফারুক বলেন, আমি নিজেই ওই সাংবাদিককে থানায় ডেকে নিয়েছি। তার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি। আশা করছি, হুমকিদাতাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব হবে।
Leave a Reply