1. admin@dainik-duronto.com : duronto :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ । গোপালগঞ্জে উচ্ছেদ অভিযানে ১১৩ টি দোকান গুঁড়িয়ে দিল পানি উন্নয়ন বোর্ড। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামিক দেশগুলোতেই কেন শান্তিহীনতা? রংপুরে দুই উপজেলায় পরীক্ষার সেন্টারে নকলের ভিডিও করায় ৬ সাংবাদিকের উপর হামলা। কর্মকর্তা পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন- স্ত্রী সুস্মিতার বিচারের দাবী গোপালগঞ্জ বাসীর।  বিএমইউজে ফেনী জেলার সভাপতি কামাল সাধারণ সম্পাদক আফতাব মোমিন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালতি। ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ নামের এক যুবক নিহত। সম্পাদকসহ একাধিক সাংবাদিকদের নামে দেওয়া মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে প্রধান উপদেষ্টাসহ সকল প্রশাসনের নিকট ন্যায় বিচার কামনা।

ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পাঠ করা হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডোমার উপজেলা স্কাউটসের আয়োজনে গত ২০২৪ সালের ৭-১০ই মার্চ অনুষ্ঠিত ৮ম কাব ক্যাম্পুরী সফলভাবে সম্পন্ন করায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ আড়াই লক্ষাধিক টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ই এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন স্কাউটস নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি মোঃ কোহিনূর ইসলাম, নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার মোঃ শাফিউল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি শ্রী বিনয় রায়, শালকী মুক্ত মহাদলের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, নির্বাহী সদস্য মোঃ মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য প্রমুখ।

বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের পরিচালক মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানা যায়, ডোমার উপজেলা স্কাউটসের বাস্তবায়নে গত ২০২৪ সালের ৭-১০ই মার্চ অনুষ্ঠিত কাব ক্যাম্পুরী সফলভাবে সম্পন্ন করায় রূপালী ব্যাংকের মাধ্যমে ডোমার উপজেলা স্কাউটসকে বাস্তবায়ন বাবদ ২ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এবিষয়ে উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ বলেন, ‘গতবছর সফলভাবে উপজেলা কাব ক্যাম্পুরী সম্পন্ন করায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক সম্মানিত করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলমের অনবদ্য কৃতিত্বে কাব ক্যাম্পুরীটি সম্পন্ন হওয়ায় তাকে ও বাংলাদেশ স্কাউটস কর্তৃক আর্থিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ডোমার উপজেলা স্কাউটসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’

সংবাদটি শেয়ার করুন

One response to “ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর”

Leave a Reply to Julia741 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি