মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি ও বালু কেটে বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আলাকপুর, হালুয়াপাড়া, চৌমুহনী রাবার ড্রাম ও রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেহেদী হাসান ও সবুজ মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করে দুই মামলা দায়ের করে এবং ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫ (১) ধারা অনুযায়ী দেড় লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ এবং জব্দ করা হয়েছে। এ অভিযানের সহযোগিতা করেন সেনাবাহিনী ও মাধবপুর থানার পুলিশের একটি চৌকস টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply