স্টাফ রিপোর্টার, উখিয়া।
উখিয়ায় ভালুকিয়া পালংয়ে জোরপূর্বক ভাবে মাটি ভরাট কাজে বাধা দেয়ায় ভুমিদূস্যদের চাইনিজ কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩২) নামক এক যুবক মারাত্মক আহত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া থিমছড়ি গ্রামে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। আহত যুবককে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
সৈয়দ নুরের ছেলে, আহত আব্দুর রহমান জানান, একই এলাকার আবুল হোসেনের পুত্র আয়াজ, আদালতে বিচারাধীন জায়গায় জোরপূর্বক ডাম্পার ভর্তি করে মাটি এনে ভরাটের কাজ চালিয়ে যায়। তিনি বাধা প্রদান করলে চাইনিজ কুড়াল দিয়ে তাকে উপযুপরি আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়।
জায়গার মালিক ডক্টর মীর কাশেমের ছেলে মোহাম্মদ ইউসুফ কাসেম আলিম বলেন, আব্দুর রহমান কেয়ার টেকার হিসেবে আমার জায়গাটি দেখাশোনা করতো।আমাদের অনুপস্থিতির সুযোগে, বেশ কয়েকদিন ধরে প্রতিপক্ষ আয়াজ গং সুকৌশলে ডাম্পার যোগে মাটি এনে জোরপূর্বক জায়গা ভরাটের চেষ্টা চালিয়ে আসছিল। গত মঙ্গলবার অনুরূপভাবে ডাম্পার ভর্তি করে মাটি আনলে কেয়ার টেকার আব্দুর রহমান বাধা দেয়ায় মূলত প্রতিপক্ষ আয়াজ বাহিনী চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়েছে। বিষয়টি তিনি উখিয়া থানার অফিস ইনচার্জ তাৎক্ষণিক অবহিত করেছেন বলে জানান।
এদিকে প্রাপ্ত খবরের ভিত্তিতে থানায় এস আই পলাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে ডিউটি অফিসার জানান।
অভিযোগে প্রকাশ, বিগত ২০২১ সালের ২৫ ডিসেম্বর আয়াজ গং উক্ত জায়গা জবরদখলের লক্ষ্যে ঘেরা টেংরা ভাঙচুর সহ অবৈধ স্থাপনা নির্মাণের অপচেষ্টা করছিল। ওই সময় বিগত ২৮ ডিসেম্বর আয়াজ সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। বর্তমান উক্ত জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a Reply