গত বছরের শেষদিকে নিউজিল্যান্ড ‘এ’ দল সফর করার কথা ছিল বাংলাদেশে। কিন্ত তখন রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশের পরিস্থিতির অবনতি হয়।
যে কারণে তখন সিরিজটি স্থগিত করা হয়। তবে ফের সেটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করছে বিসিবি। তারই অংশ হিসেবে নিউজিল্যান্ডের প্রতিনিধিদল এসেছে বাংলাদেশে।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল। সকালে তাদের সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। গত বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বিসিবি।
Leave a Reply