মোঃ জহিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
পিজিসিবি বরিশাল আঞ্চলিক শাখার বর্ণাঢ্য র্যালিতে ঐক্যবদ্ধ কন্ঠে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবির স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মহান মে দিবস উপলক্ষে বরিশালে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোড এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বরিশাল টাউন হল (নাট্যশালা) চত্বর ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার হাতে নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন এই কর্মসূচিতে।মিছিলে অংশগ্রহণকারীরা শ্রমিক ঐক্য, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পিজিসিবি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, “মে দিবস শ্রমিকদের আত্মত্যাগের প্রতীক। এই দিনে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আবারও ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করি।” সমাবেশে বক্তারা সরকারের প্রতি শ্রমজীবী মানুষের ন্যায্য দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply