গত ২৭ তারিখ রাত আনুমানিক ১১ টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ৫৬ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের কমিটি প্রকাশ করা হয়েছে।
এতে ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি হিসেবে স্থান পেয়েছে হাবিব উল্ল্যাহ, সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছে ওসমান গণি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছে এম এ আল মামুন। চট্টগ্রাম মহানগর কমিটি অধিকাংশে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের সামনে সারির যোদ্ধা। যারা আঠারো কোটা সংষ্কার আন্দোলন থেকে রাজপথের সক্রিয় নেতা-কর্মী।
উক্ত কমিটি সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন আবু রায়হান এবং সহ-সভাপতি হিসেবে আরো আছেন আফজাল হোসাইন, আছিয়া খাতুন, অন্তর আহমেদ, এবং আব্দুল্লাহ আল মামুন।
উক্ত কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আন্দোলনের রাজপথ থেকে গড়া উঠা সংগঠক উখিয়ার সন্তান রিয়াজ মোহাম্মদ শাহরিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরো আছেন হাফেজ তৌহিদুল ইসলাম, জাবেদ ইকবাল, হৃদয় মুহুরি, জারিয়া হাসান, সাইফুর রহমান তানভীর।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগরের এই শাখার আংশিক কমিটি আগামী ০১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষে থেকে।
Leave a Reply