রিপোর্টার: উখিয়া, কক্সবাজার।
উখিয়া স্টেশন এলাকায় প্রতিদিন সড়কের উপর বড় বড় ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে মালামাল লোড ও আনলোড করা হচ্ছে। এতে ওই সড়কটিতে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার দুই পাশে ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকে। এসব যানবাহন থেকে মালামাল ওঠানামার কারণে সড়কের অধিকাংশ অংশ জুড়ে অবরোধ সৃষ্টি হয়। ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারণ করে, যার ফলে রিকশা, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় জরুরি রোগী পরিবহনেও সমস্যা দেখা দেয়।
একাধিক ভুক্তভোগী জানান, এ অব্যবস্থা দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যদিও নিয়মিত অভিযোগ জানানো হয়েছে, তবুও কোনো সমাধান আসেনি।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে থাকে ট্রাক আর কাভার্ড ভ্যান। হাঁটাও যায় না ঠিকমতো। অনেকবার বলা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি।”
এ বিষয়ে উখিয়া ট্রাফিক পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মালামাল লোড-আনলোডের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। খুব শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এদিকে, সচেতন মহল বলছে, দ্রুত যদি এই সমস্যার সমাধান না করা হয়, তবে জনদুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে উখিয়া উপজেলার সাধারণ জনগণ।
Leave a Reply