1. admin@dainik-duronto.com : duronto :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক’কে ফাঁসাতে ১০ হাজার টাকায় আপন ছোট ভাইকে খুন করায় বড় ভাই,যা জানালেন পুলিশ সুপার। গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।   ‎নাটোর কসবা উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত। উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো ৩০ টির বেশি সামাজিক সংগঠন নিয়ে যৌথ প্লাটফর্ম গঠনের আলোচনা সভা। গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুড়ে ছাই।  উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের জমি সংক্রান্ত মামলায় শিক্ষক গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও জামিনের দাবি। দেশের সকল চিড়িয়াখানার বন্যপ্রাণী উদ্ধার ও হাতি হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস। মাধবপুরে ৪০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান সহ মাদক কারবারি গ্রেপ্তার। মাধবপুরে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কর্তন উদ্বোধন।

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের জমি সংক্রান্ত মামলায় শিক্ষক গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও জামিনের দাবি।

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পাঠ করা হয়েছে

মোহাম্মদ ইসমাইল, উখিয়া,কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংক্রান্ত একটি পুরনো মামলায় ওই বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

জানা গেছে, বিদ্যালয়ের মাঠের জায়গা ঘিরে পূর্বে একটি বিরোধ সৃষ্টি হয়। সেই সময় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একটি পক্ষ মামলার বাদী হন। তৎকালীন সময়ে জমিটি দখলমুক্ত করে বিদ্যালয়ের মাঠে নিয়মিত কার্যক্রম চালু রাখা সম্ভব হলেও সম্প্রতি আবারও কিছু মহল ওই জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পুরনো মামলাটির ধারাবাহিকতায় সম্প্রতি শিক্ষক হেলাল উদ্দিন জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজন শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন, তাঁর এভাবে গ্রেপ্তার শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিমত দিয়েছেন অনেকে।

স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিদানিয়ায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে তাঁকে দ্রুত জামিনে মুক্তি দেওয়া এবং মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানানো হয়েছে।

অভিভাবক মহল মনে করছেন, একজন শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তারের ঘটনা শুধু তাঁর ব্যক্তি জীবনের জন্যই নয়, বরং পুরো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির প্রতি মানবিক ও বাস্তব সম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা করছেন এলাকার সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি