গত কয়েকদিনে অস্থির হয়ে উঠেছে লেবুর বাজার। পবিত্র রমজান মাস উপলক্ষে ভিটামিন-সি সমৃদ্ধ এই ফলের চাহিদা বেড়েছে।
তবে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম। এতে অস্থিরতা বিরাজ করছে কাঁচাপণ্যের বাজারে।
চায়ের পর লেবুর জন্য বিখ্যাত শ্রীমঙ্গল। রাজধানী ঢাকার কয়েকটি কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে শ্রীমঙ্গলের লেবু সরবরাহ করা হয়। কিন্তু বর্তমানে বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত লেবু।
সোমবার দুপুরে শ্রীমঙ্গলের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, লেবুর সরবরাহ কম। খুচরা বিক্রেতারা শুধু সবুজ রঙের লেবুই নয়, আধাপাকা হলুদ রঙের লেবু নিয়েও বসেছেন। আর সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। কোনো লেবুই আটকে থাকছে না।
Leave a Reply