1. admin@dainik-duronto.com : duronto :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত। গোপালগঞ্জে স্বস্ছতা সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক’কে ফাঁসাতে ১০ হাজার টাকায় আপন ছোট ভাইকে খুন করায় বড় ভাই,যা জানালেন পুলিশ সুপার। গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।   ‎নাটোর কসবা উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত। উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো ৩০ টির বেশি সামাজিক সংগঠন নিয়ে যৌথ প্লাটফর্ম গঠনের আলোচনা সভা। গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুড়ে ছাই।  উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের জমি সংক্রান্ত মামলায় শিক্ষক গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও জামিনের দাবি। দেশের সকল চিড়িয়াখানার বন্যপ্রাণী উদ্ধার ও হাতি হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৮

  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া সড়কে ২ এপ্রিল ২০২৫ বুধবার বিকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক যুবক ঘটনাস্থলে নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাননেত শেখ (১৬) সে ঝনঝনিয়া গ্রামের কামাল শেখ এর ছেলে।

এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল নেওয়ার সময় মৃত্যুবরণ করে। তার নাম মারুফ শেখ বয়স (১৬) পিতার নাম মাহফুজ শেখ গ্রাম পার ঝনঝনিয়া । অন্য আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা যায়নি, তবে তাদের সবার অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনাটি সংঘটিত হয়, যখন একটি মাহেন্দ্র গাড়ি ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোহননেত শেখ প্রাণ হারান এবং অন্যান্য আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় জনগণ জানায়, এই সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তাই, তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাতে এই ধরনের দুর্ঘটনা আরও না ঘটে।

এদিকে, নিহত মোহননেত শেখের পরিবারে শোকের মাতম চলছে এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি