নিজস্ব প্রতিবেদক:
বরাবরের মতোই বাংলাদেশের সুনাম অর্জন
এই প্রথম আল- আজহার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভিবাগ “ পবিএ কোরআনুল কারিম অনুষদ” থেকে ডিগ্রি অর্জন মাসউদ আব্দুল্লাহ আল আজহারী
আলহামদুলিল্লাহ
মহান আল্লাহর বিশেষ রহমতে মাসউদ আব্দুল্লাহ দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পবিত্র কোরআন অধ্যয়নের একটি বিশেষ মারহালা শেষ করলেন
ইসলামী শিক্ষার সর্ব প্রাচীন ও অদ্বিতীয় প্রতিষ্ঠানসমূহের অন্যতম মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে।
বলা বাহুল্য, পৃথিবীতে সবচেয়ে ব্যাপক ও দীর্ঘ সময় ধরে পবিত্র কুরআন পাঠদানের অন্যতম ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়। যেখানে থেকে মাসউদ আব্দুল্লাহ যথাক্রমে দুটি ধাপে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন। তন্মধ্যে একটি হলো– মাহাদুল ক্বিরাত (ক্বিরাত ইনস্টিটিউট)।
আর অপরটি– ‘পবিত্র কুরআনুল কারীম অনুষদ’।
উক্ত দুটি লেভেল থেকেই যথাক্রমে পবিত্র কোরআনের বিশুদ্ধ রূপে তিলাওয়াতের পদ্ধতি ‘ইলমুত তাজবীদ’ ও ‘উচ্চতর উলুমুল ক্বিরাত’ সম্পন্ন করেছেন
এবং উক্ত কোরআন অনুষদ থেকেই অনার্স লেভেল সম্পন্ন করেছেন।
প্রকাশ থাকে যে, ‘উচ্চতর উলুমুল ক্বিরাত’ বলতে পবিত্র কোরআন তিলাওয়াতের প্রসিদ্ধ ১০ পদ্ধতিকে বুঝায়।
বর্তমানে তিনি সংযুক্ত ইউনাইটেড আরব আমিরাতে সরকারি ভাবে একটি মসজিদে ইমামতির দায়িত্বরত অবস্থায় রয়েছেন পাশাপাশি জামিয়া কাসিমিয়া শারজাহ ইলমুল ক্বিরাত নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করছেন ।
পরিশেষে এটাই বলবো, মহান আল্লাহ যেনো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র প্রিয় মাসউদ আব্দুল্লাহ কে একনিষ্ঠতার সাথে ইহলৌকিক ও পরলৌকিক কাজের জন্য কবুল করেন।
Leave a Reply