কুড়িগ্রাম প্রতিনিধি:
গত ১৫ মে জাতীয় ক্রীড়া পরিষদের এক চিঠিতে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা প্রশাসক, কুড়িগ্রাম (পদাধিকার বলে) আহ্বায়ক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা, কুড়িগ্রাম (পদাধিকার বলে) সদস্য সচিব মনোনীত হয়ে এই অ্যাডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
মোঃ আমিনুল ইসলাম এনডিসি (যুগ্মসচিব), জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক স্বাক্ষরিত স্মারক নং-৩৪.০৩.০০০০.০০৬.০৫.০১৪.২৫-১২৫৫, তারিখ ১৫ মে ২০২৫ তারিখে এই অনুমোদন প্রদান করে পত্র ইস্যু করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক ক্রিকেটার জনাব মোঃ নাজমুল হুদা,ক্রীড়া সংগঠক জনাব মোঃ রেজাউল করিম রাজা,সাবেক ক্রিকেটার ও কোচ জনাব আশরাফুল ইসলাম,ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি ও ক্রীড়া অনুরাগী জনাব মোঃ শাহ জালাল সবুজ, ক্রিকেট সংগঠক জনাব মোঃ আজিজুল হক,ছাত্র প্রতিনিধি হিসেবে জেলার সাদিকুর রহমান, ক্রীড়া সাংবাদিক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান তুহিন।
এই অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০২৮ এর ধারা ১৪৩ অনুযায়ী গঠিত হয়েছে।
অ্যাডহক কমিটির মনোনীত সদস্যদের একজন- বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাবেক সাবেক ছাত্রনেতা, ভিশন পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শাহজালাল সবুজ তাঁর অভিব্যক্তি প্রকাশ করে বলেন,
কুড়িগ্রাম জেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের সহজলভ্যতা এবং চারিদিকে যেভাবে ছড়াছড়ি তাতে আমাদের জেলার যুব সমাজরা যেকোনো সময় ধ্বংসের মুখে পতিত হবে এটাই স্বাভাবিক। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এবং খেলাধুলার মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমি ছাত্র জীবন থেকে অদ্যাবধি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, এই অ্যাডহক কমিটির মাধ্যমে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।