ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় UNICEF এর অর্থায়নে সুশীলন বাস্তবায়নে জনসম্পৃক্তকরন, সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা
সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুশীলনের প্রজেক্ট অফিসার ইয়াসমিন জাহান এর সঞ্চালনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
UNICEF এর অর্থায়নে সুশীলনের বাস্তবায়নে জনসম্পৃক্তকরন, সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মা, শিশু ও কিশোর-কিশোরীর কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেটর রেখা ইয়াসমিন, ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার, সজিব রহমান, প্রজেক্ট অফিসার, ইয়াসমিন জাহান এবং বোরহানউদ্দিন উপজেলার কমিউনিটি মোবিলাইজার, রাজু আহম্মেদ, মো: রাজিব, আসমাতুন্নেচ্ছা।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান তার বক্তব্যে বলেন, জনসম্পৃক্তকরন, সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ থেকে আমরা যা পেয়েছি তা জনগনের কাছে পৌঁছে দিতে হবে। বাল্য বিয়ে হলে যে আইনের ব্যতয় ঘটে শুধু তাই না, আমাদের মাতৃ মৃত্যু হারও বেড়ে যাবে। অপুষ্টিতে ভোগবে তার শিশু। সুতরাং বাল্য বিয়ে বন্ধে সর্বাত্মক সচেতন হতে হবে আমাদের।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্ধ, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সাংবাদিক সহ আরও অনেকে।