মোঃ জহিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের অন্যতম শ্রমিক সংগঠন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নবনির্বাচিত হয়েছেন বরিশালের তরুণ শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান রনি। তিনি সংগঠনটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বরিশাল সদর উপজেলার চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।
গতকাল শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সংগঠনের উপদেষ্টা মোঃ নুরুল হক ও মোঃ রাশেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৩৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। এতে জাহিদ হাসান রনির অন্তর্ভুক্তি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নবনির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদ হাসান রনি বলেন, দেশে অসংখ্য শ্রমিক সংগঠন থাকলেও প্রকৃতপক্ষে কেউ শ্রমিকের উন্নয়নের জন্য কাজ করে না। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। অথচ শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, কিন্তু সেই শ্রমিকদের পরিবারের উন্নয়ন নিশ্চিত হয় না।
তিনি আরও বলেন, কৃষকের ছেলে যেন কৃষক, রিকশাওয়ালার ছেলে যেন রিকশাওয়ালা হয়—এই কুসংস্কার ভাঙতেই আমরা কাজ করছি। আমাদের স্লোগান ‘শ্রমিকের রাষ্ট্র’ এটা কেবল স্লোগান নয়, এটা শ্রমিক মুক্তির প্রতিজ্ঞা। গণঅধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এবং একটি শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে কাজ করছে।
তিনি দাবি করেন, গত ৫৩ বছরে কোনো সরকার শ্রমিকের উন্নয়ন নিয়ে প্রকৃত চিন্তা করেনি। কিন্তু গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর মেহনতী মানুষের অধিকার আদায়ের পথ দেখিয়েছেন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জাহিদ হাসান রনির এই নিয়োগকে সংগঠনের অভ্যন্তরে সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply